Header Ads

ফেসবুক থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ, ছবি, ভিডিও ইত্যাদি কিভাবে ফিরিয়ে আনা যায়।

আজকে আপনাদেরকে শিখাব কি করে ফেসবুক এর ডিলেট হয়ে যাওয়া সকল ইনফরমেশন ফিরে পাবেন৷ Only For Pc User. .
• ফেসবুক থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ, ছবি, ভিডিও ইত্যাদি কিভাবে ফিরিয়ে আনা যায়। . আসল কথা হলো এটা ফেসবুকেরই একটা অংশ যা অনেকেই জানেন না। . আমরা অনেক সময় ইচ্ছায় অথবা ভুল করে অনেক ছবি, মেসেজ বা অন্যকিছু ডিলিট করে ফেলি। . যেহেতু ফেসবুকে কোন Undo অপশন নেই তাই ডিলিট হয়ে গেলে তা আমরা সারা জীবনের জন্যই হারিয়ে ফেলি। . একটু ওয়েট, একটা গোপন কথা বলি “আপনার কোন কিছুই হারায়নি” কারন আপনি যখন কোন কিছু ফেসবুকে থেকে ডিলিট করেন তখন সেটি ফেসবুকের Archive এ জমা থাকে । . আপনি খুব সহজেই সেখান থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারেন৷ . ফেসবুক ট্রিকসঃ যেভাবে ফিরিয়ে আনবেন ৷ . . # ধাপঃ ০১ . প্রথমেই আপনাকে যেতে হবে ফেসবুকের Settings থেকে General অপশনে। . #ধাপঃ ০২ . General Settings ওপেন হওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন Download a copy of your Facebook data এটিতে ক্লিক করুন। . #ধাপঃ ০৩ . Download Your Information নামে একটা পেজ আসবে। . সেখানে আপনি দেখতে পাবেন Start My Archive। ক্লিক করেলে ফেসবুক সিকুরিটির জন্য আপনার কাছে আইডি ও পাসওয়ার্ড জানতে চাইবে। . সঠিক ভাবে আইডি পাসওয়ার্ড দিন। . #ধাপঃ ০৪ . আইডি পাসওয়ার্ড দেওয়ার পর Submit এ ক্লিক করুন। পরবর্তিতে একটি Download Link দেখতে পারবেন। কিছু সময় পরে (অনেক সময় ২৪ ঘন্টা সময় লাগতে পারে) . আপনার সকল ডাটা আপনার ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে যে ইমেইলটি আপনি ফেসবুক একটাউন্ট করতে ব্যবহার করেছিলেন। . #ধাপঃ ০৫ . আপনার Email চেক করুন। দেখবেন ফেসবুক থেকে একটি ইমেইল আসবে সেখানে ডাউনলোড লিংক দেওয়া থাকবে। . লিংকে ক্লিক করে Download Archive থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। . এখানে ডাউনলোড করার সময় পাসওয়ার্ড চাইবে। . #ধাপঃ ০৬ . ফাইলটি ডাউনলোড করার পরে একটা Zip ফইল পাবেন, ফাইলটি মাউসের রাইট বাটন ক্লিক করে Extrace All করুন। . আনজিপ করার পর আপনার মেসেজ, ভিডিও, ছবি, পক, ফ্রেন্ডলিষ্ট ইত্যাদি দেখতে পারবেন।
Powered by Blogger.